টুডেসংবাদ ডেস্ক :: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের হারল ভারতীয় ক্রিকেট দল। আগের আসরে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত হারে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত হারল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

৪৪৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ভারত ২৩৪ রানে অলআউট হয়। ২০৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া।
টুডেসংবাদডটকম/ডেস্ক/এ/








